গত ১৩৮ বছরে বংশে কোনও কন্যা সন্তান জন্মগ্রহণ করেনি। দু’সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের দম্পতি অ্যান্ড্রু এবং ক্যারোলিন ক্লার্ক শিশুকন্যাকে স্বাগত জানিয়েছেন।
এর আগে ক্লার্ক বংশে শেষ শিশুকন্যার জন্ম হয়েছিল ১৮৮৫ সালে। প্রায় ১৩৮ বছর পর বংশে কন্যাশিশুর আগমন নতুন অধ্যায়ের সূচনা করল বলে জানিয়েছেন শিশুটির পরিবার। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় অ্যান্ড্রু জানান, কন্যাসন্তানের জন্ম পুরো পরিবারের জন্য আশ্চর্যের ছিল।
ক্লার্ক বলেন, ‘অ্যান্ড্রু যখন আমাকে এই কথা জানিয়েছিল, তখন আমি বিশ্বাস করিনি। কিন্তু বিয়ের পর আমি ওর পরিবারের কাছেও একই কথা শুনি। আমি মনে মনে চাইতাম, যেন আমার গর্ভেই কন্যাসন্তানের জন্ম হয়।’
ক্যারোলিন বলেন, অ্যান্ড্রুর অনেক খুড়তুতো ভাই থাকলেও, কোনও বোন ছিল না।
মার্কিন সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে যে ২০২১ সালে ক্লার্ক দম্পতি গর্ভপাতের শিকার হয়েছিল। এর ফলে আগামী দিনে আদৌও সন্তান ধারণ করতে পারবেন কিনা, তা নিয়ে মা ক্যারোলিনের মধ্যে তৈরি হয়েছিল সংশয়।
ক্যারোলিন জানান, তাদের দাম্পত্য জীবনে কন্যাসন্তানের আগমন হয়েছে চাঁদের মতো। শিশুটি সুস্থ আছে বলেও তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন।
তথ্যসূত্র: আনন্দবাজার।