গুরুতর অসুস্থ হয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী (৮১) রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গতকাল শুক্রবার বিকালে (৭ এপ্রিল) গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গণস্বাস্থ্য নগর হাসপাতালের সমন্বয়ক ডা. মহিবুল্লাহ খন্দকার গণমধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. মহিবুল্লাহ বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। তিনি ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুই দিন আগে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তাঁর (ডা. জাফরুল্লাহ) শারীরিক অবস্থা মাঝে মধ্যেই খারাপ হয়ে যায়। আবার ইম্প্রুভ করে। তার শরীর এমনিতেই খারাপ। দুই দিন ধরে তার অবস্থা একটু ক্রিটিক্যাল।’