সম্প্রতি রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো মার্কেট পুড়ে ছাই হয়ে গেছে। ঈদুল ফিতরের আগে হাজার হাজার ব্যবসায়ী সব কিছু হারিয়ে পথে বসেছেন। মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে বহু বছরের পুরনো এই মার্কেটটিতে অগ্নিকাণ্ড ঘটে।
আগুনে পোড়ার দৃশ্য এবং ব্যবসায়ীদের হাহাকারের ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে। এ অবস্থায় অনেকেই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন।
সেই তালিকায় এবার যোগ দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তার জন্য লাখ টাকায় পোড়া কাপড় কিনেছেন এই অভিনেত্রী।
আর্ত-মানবতার সেবায় নিয়োজিত বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এক পোস্টে সংগঠনটি লিখেছে, ‘লাখ টাকা দাম পোড়া শাড়ির।’ পোস্টে আরও লেখা হয়েছে, ‘হয়তো আমার মতোই মেয়ে আছে তার, বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আছে। তার সে স্বপ্নটা যেন না ভাঙে, ঈদের আগে দুঃখে যেন না থাকে।’
সংগঠনটির সেই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেছেন অভিনেত্রী সাবিলা নূর। সেখানে তিনি লিখেছেন, ‘বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগে তাদের পাশে দাঁড়ানোর ছোট্ট একটি চেষ্টা।’
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এর আগে বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে কাপড় কিনে নিয়েছেন সংগীতশিল্পী তাহসান খান, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, শবনম বুবলী ও অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।