ঢাকা টেস্টের প্রথম দিনে বাংলাদেশের চোখে চোখ রেখে আয়ারল্যান্ড লড়াই করেছে। দ্বিতীয় দিন শেষেই দৃশ্যপট পাল্টে গেল। জয়ের সুবাস পাচ্ছে টাইগাররা। আইরিশরা পড়েছে ইনিংস হারের আশঙ্কায়। এক ম্যাচের টেস্ট সিরিজ জিততে বাকি তিন দিনে বাংলাদেশের দরকার স্রেফ ছয় উইকেট।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় দিনে ৩৬৯ রানে থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। জবাবে দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ২৭ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে ২১৪ রানে গুটিয়ে গিয়েছিল তারা। ঢাকা টেস্টে ইনিংস হার এড়াতে সফরকারীদের করতে হবে আরও ১২৮ রান।
সকালে দুই উইকেটে ৩৪ রানে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ছয় রান যোগ করতেই তৃতীয় উইকেটের পতন। কঠিন বিপর্যয়ের পর দলকে পথ দেখান মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। দুজন গড়েন ১৫৯ রানের জুটি। জুটি গড়ার পথে দুজনেই আভাস দেন সেঞ্চুরির। মুশি লক্ষ্যে পৌঁছেছেন; কিন্তু ব্যর্থ হন সাকিব।
দুজনই প্রায় ওয়ানডে মেজাজে খেলেছেন। ১৬৬ বলে ১২৬ রান করেন মুশফিক। টেস্ট ক্যারিয়ারে এটা দশম সেঞ্চুরি। তবে অল্পের জন্য শতক পাননি সাকিব। ৯৪ বলে ৮৭ রানে আউট হন বাঁহাতি অলরাউন্ডার। পরে ৪১ বলে ৪৩ রানের ঝড় তুলে বিদায় নেন লিটন দাস। ৮০ বলে ৫৫ রান এসেছে মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে।
আয়ারল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন অ্যান্ডি ম্যাকব্রিন; একাই নিয়েছেন ছয় উইকেট। দুটি শিকার মার্ক অ্যাডাইর ও বেন হোয়াইটের। বাংলাদেশ অলআউটের পর দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামে আইরিশরা। এবারও শুরুতে তাতের টুটি চেপে ধরেন টাইগার বোলাররা। তাতে শীর্ষ পাঁচ ব্যাটারের কেউ যেতে পারেননি দুই অংকে।
১০ রানে টিকে থাকলেন পিটার মুর। ব্যাট হাতে আলো ছড়ানোর পর আজ সাকিব বল হাতেও নিয়েছেন দুই উইকেট। আইরিশদের পতন হওয়া অন্য দুই উইকেটের মালিক তাইজুল ইসলাম।