আগামী নির্বাচন ইভিএমে নয়, ব্যালটে করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ‘বিএনপির কোনও আগ্রহ নেই’ বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন। আজ সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে লেডিজ ক্লাবে আয়োজিত ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘আজকে নাকি নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে ইভিএমে নয়, সব (আসনে) ব্যালটেই নির্বাচন হবে। এই বিষয়ে একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করলেন। আমি তাকে বলেছি, এই বিষয়গুলো নিয়ে আমাদের এতটুকু আগ্রহ নেই।’
ফখরুল উল্লেখ করেন, কারণ আমার কাছে যেটা মনে হয়… আমরা পরিষ্কার করে বলেছি যে আজকে জাতির যে সংকট, সেই সংকট হচ্ছে নির্বাচনকালীন সময়ে কোন সরকার থাকবে, কী ধরনের সরকার থাকবে, সেই প্রধান সংকট। সেই কারণে আজকে গণতন্ত্র ধবংস হয়েছে। এ কারণে আমাদের যে মূল লক্ষ্য ছিল—১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের, সেই জায়গা থেকে আমরা বহু দূর সরে এসেছি।’
মির্জা ফখরুল বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই আমরা অনেকগুলো রাজনৈতিক দল একমত হয়েছি, আমরা একমত হয়ে যে কথাগুলো বলছি, এই সরকার জনগণের নির্বাচিত হয়, তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। তাদের পদত্যাগ করতে হবে। এই সংসদ বিলুপ্ত করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের হাতেই ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে, নতুন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে হবে।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আজকে বাংলাদেশের মানুষের যে সংগ্রাম শুরু হয়েছে, আমরা বিশ্বাস করি—সেই সংগ্রামে দেশের সব রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি এবং সব মানুষ তাদের অধিকার আদায়ে শরিক হবেন এবং তাদের অধিকার আদায় করে নেবেন।’