আন্তর্জাতিক ক্যারিয়ারে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে হ্যাটট্রিক করলেন পাকিস্তানি পেস-অলরাউন্ডার ফাহিম আশরাফ। শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল তিনি ইনিংসের ১৯তম ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে যথাক্রমে সাজঘরে ফেরান ইসুরু উদানা, মাহেলা উদাওয়াত্তে ও দাসুন শানাকাকে। ইনিংসে তিন ওভার বল করে ১৬ রান দিয়ে তিনটি উইকেট পান ২৩ বছর বয়সী এই পাকিস্তানি ক্রিকেটার।
টি-টোয়েন্টি ক্রিকেটে ফাহিম আশরাফের আগে হ্যাটট্রিক করেছেন পাঁচজন। তারা হলেন ব্রেট লি (অস্ট্রেলিয়া), জ্যাকব ওরাম (নিউজিল্যান্ড), টিম সাউদি (নিউজিল্যান্ড), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা) ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)। অর্থাৎ, টি-টোয়েন্টিতে প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসাবে ও বিশ্ব ক্রিকেটে ষষ্ঠ ক্রিকেটার হিসাবে হ্যাটট্রিক করলেন আশরাফ।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত হয় পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে দুই উইকেটের জয় পায় পাকিস্তান। এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে সরফরাজ আহমেদের দল।
পাকিস্তান ক্রিকেট দলে নতুন কিছু খেলোয়াড় এসেছে যারা খুবই ভালো করছে। যেমন ফখর জামান, ফাহিম আশরাফ, শাদব খান, ইমাম-উল-হক, হাসান আলী। পাকিস্তান দল সম্প্রতি আন্তর্জাতিক যে যে সফলতা পাচ্ছে তাতে এই তরুণ ক্রিকেটার বড় অবদান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ২৮ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ