আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনটিতেই বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নেয় স্বাধীনতার অনুভূতি। এদিন থেকেই শুরু হয় বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জনের যাত্রা। এই ২৬ মার্চ বাঙালিদের কাছে ইতিহাস খচিত একটি দিন।
এদিকে দিবসটি উপলক্ষে সম্মান জানিয়ে বিশেষ ডুডল তৈরি করেছে সার্চ ইঞ্জিন গুগল।
২৬ মার্চ এর প্রথম প্রহর রাত ১২টা থেকে এই ডুডল প্রকাশ করেছে গুগল। গুগলের হোম পেজে গেলেই এই ডুডল দেখা যাচ্ছে।
হোম পেজে ঢুকলেই দেখা যাচ্ছে গুগলের নামের জায়গায় লাল-সবুজ পতাকাসংবলিত ডুডল। এতে ট্যাপ করলেই লেখা উঠছে ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে ২০২৩’।
সেখানে ক্লিক করে স্বাধীনতা দিবসের ইতিহাস ও সংশ্লিষ্ট ইতিহাস সংবলিত ওয়েবসাইটগুলো দেখা যাচ্ছে।
এর আগেও বাংলাদেশের বিভিন্ন দিবস ও ব্যক্তিকে কেন্দ্র করে ডুডল প্রকাশ করেছে গুগল। তবে বাংলাদেশ ছাড়া দেশের বাইরে থেকে এই ডুডল দেখা যাবে না।