একজন কেবিন ক্রুকে গ্রেপ্তার করা হয়েছে সোনা পাচারের অভিযোগে ভারতের এয়ার ইন্ডিয়ায় বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। বুধবার (৮ই মার্চ ) ভারতের কোচি বিমানবন্দর থেকে কাস্টমস কর্মকর্তারা তাকে প্রেপ্তার কারা হয়। ওই কেবিন ক্রুর নাম শফিক। কেবিন ক্রুর শফিক কাছ থেকে ১৪৮৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
এ তথটি কাস্টমস প্রিভেনটিভ কমিশনারেটের কাছে গোপন খবর আসে, বাহরাইন-কোজিকোদ-কোচি রুটের এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের কেবিন ক্রু সোনা বহন করছেন। ফুলহাতা শার্ট পরিহিত ওই ক্রু দুই হাতের মধ্যে স্টেকচপ পেঁচিয়ে তার মধ্যে ১ কেজি ৪৮৭ গ্রাম সোনা পাচারের চেষ্টা করছিলেন।
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।