গুলিস্তানে বিস্ফোরণের পর পরিষ্কার হচ্ছে ধ্বংসাবশেষ

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরিত ভবনের ধ্বংসাবশেষ সরাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কাজ শুরু করেছে।

গতকাল বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় ডিএসসিসির কর্মীরা এ কাজ শুরু করেন। বিকালেই ঘটনাস্থলে আনা হয় সিটি করপোরেশনের কয়েকটি ময়লার গাড়ি।

পরিচ্ছন্নতাকর্মীরা জানান, সিদ্দিকবাজারে বিস্ফোরণের পর থেকে যেসব ইট, টাইলস ও আসবাবপত্র ভাঙা হয়। উদ্ধারের কাজে সেগুলো এখন স্তূপ হয়ে গেছে। এগুলো সরিয়ে ফেলা হচ্ছে।”

এর আগে মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত ও শতাধিক লোক আহত হয়েছেন।

Scroll to Top