সৌদি আরব একটু একটু করে প্রগতিশীলতার দিকে হাঁটতে শুরু করেছে। কিছুদিন আগে সৌদির ভবিষ্যৎ বাদশা যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটিকে উদার ও আধুনিক পথে নিয়ে যাওয়ার এক ভিশনের কথা বলেছিলেন।
তারই অংশ হিসেবে এবার একটি নারী রোবটকে নাগরিকত্ব দিয়েছে দেশটি। পৃথিবীতে কোনো রোবটকে নাগরিকত্ব দেওয়ার ঘটনা এটাই প্রথম।
সৌদি আরব রাজধানী রিয়াদে আনুষ্ঠানিকভাবে আজ শুক্রবার সোফিয়া নামের এই রোবটটিকে নাগরিকত্ব দেওয়া হয়।
নাগরিকত্ব দেওয়ার ঘোষণা পড়ে শোনানো হলে কৃতজ্ঞতা জানিয়ে সোফিয়া বলে, সৌদি আরবকে কৃতজ্ঞতা জানাই। এই অনন্য সম্মান পেয়ে আমি গর্বিত ও সম্মানিত বোধ করছি। এটা ঐতিহাসিক এক মুহূর্ত হতে চলল, কারণ এই প্রথম সারা বিশ্বে কোনো রোবট নাগরিকত্ব পেল।
বাংলাদেশ সময় : ২০২৫ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ