ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় ফের মিসাইল হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। সিরিয়ার রাজধানী দামেস্কের মধ্যাঞ্চলে একটি আবাসিক ভবনে রোববার সকালে এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল।
দামেস্কের কাফর সাউসা এলাকায় ইসরাইলের ওই হামলায় কমপক্ষে ৫ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। খবর রয়টার্সের।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোরে দামেস্কের কেন্দ্রস্থল উমাইয়াদ স্কয়ারের পাশেই ঘনবসতিপূর্ণ কাফর সাউসা আবাসিক এলাকা। এই আবাসিক এলাকার ভেতরেই কয়েকটি বহুতল নিরাপত্তা ভবন আছে। এখানে নির্দিষ্ট লক্ষ্যে চালানো বিরল এই হামলায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইল।
সিরিয়া যখন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকজনের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিয়ে মারাত্মক ভোগান্তির মধ্যে রয়েছে তখন ইহুদিবাদীরা এই হামলা চালালো।