রাইনমেটাল ইউক্রেনকে ১৩৯টি লেপার্ড ট্যাংক দিতে পারবে

জার্মানির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটাল প্রয়োজনে ইউক্রেনকে ১৩৯টি লেপার্ড যুদ্ধট্যাংক সরবরাহ করতে পারবে বলে জানিয়েছেন কোম্পানির এক মুখপাত্র। মিডিয়া গ্রুপ আরএনডির বরাতে এ তথ্য জানায় রয়টার্স।

লেপার্ড-২ বিশ্বের অন্যতম প্রথম সারির যুদ্ধট্যাংক। এই ট্যাংক জার্মানিসহ অনেক ইউরোপীয় দেশের সামরিক বাহিনী ব্যবহার করে। কানাডা ও ইন্দোনেশিয়াও এই ট্যাংক ব্যবহার করে।

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য ইউক্রেনে লেপার্ড-২ ট্যাংক পাঠাতে ইউক্রেন ও ন্যাটো মিত্রদের তীব্র চাপের মধ্যে রয়েছে বার্লিন। তবে ইউক্রেনে ট্যাংক সরবরাহ থেকে এখন পর্যন্ত বিরত রয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস।

রাইনমেটালের মুখপাত্র জানান, আগামী এপ্রিল বা মে মাসের মধ্যে ২৯টি লেপার্ড-২এ৪ যুদ্ধট্যাংক পাঠাতে পারবে রাইনমেটাল। ২০২৩ সালের শেষ দিকে বা ২০২৪ সালের শুরুর দিকে একই মডেলের আরও ২২টি ট্যাংক দিতে পারবে তারা।

এ ছাড়া কোম্পানিটি ইউক্রেনে ৮৮টি পুরোনো লেপার্ড-১ ট্যাংক সরবরাহ করতে পারবে। তবে এ চালান প্রদানের কোনো সময়সীমা জানাননি তিনি।

সংবাদ সূত্রঃ রয়টার্স

Scroll to Top