তীব্র শীতে কাঁপছে চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গল। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিম বাতাস; স্থবির হয়ে পড়েছে জনজীবন।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
জানা গেছে, তবে মৌলভীবাজারে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তারপরও জেলাজুড়ে কনকনে শীত বিরাজ করছে। সকালের দিকে ঘন কুয়াশা পড়লেও সূর্যের দেখা মিলছে। তবে সন্ধ্যায় আবারও হিমেল ঠান্ডা বাতাস জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। তাছাড়া হাওড় ও চা বাগান এলাকায় শীতের তীব্রতা সবচেয়ে বেশি।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আনিসুর রহমান সময় সংবাদকে জানান, সকাল ৬টার দিকে তাপমাত্রা ৬.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সকালের দিকে ঘন কুয়াশা পড়লেও সূর্যের দেখা মিলছে।