পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন তৈরি করেছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ স্বচ্ছ নির্বাচনে বিশ্বাস করে।’
আজ সোমবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভোট ও ভাতের অধিকারের জন্য বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ সবসময় সংগ্রাম করেছে। স্বচ্ছ ও সুন্দর নির্বাচন যাতে হয় সেজন্য আওয়ামী লীগ ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করেছে, স্বচ্ছ ব্যালটবাক্স উপহার দিয়েছে। বিশেষ করে সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন তৈরি করেছে। এখন বিএনপির আমলের এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটারের আমল চলে গেছে। ১০টা হোন্ডা, ২০টা গুন্ডার দিন চলে গেছে। আর আজিজ মার্কা নির্বাচন কমিশনও নেই। এ জন্য বোধহয় তাদের (বিএনপি) অন্তরে এত জ্বালা।’
এ কে আব্দুল মোমেন বলেন, ‘আওয়ামী লীগের শক্তি হচ্ছে জনগণ। আমাদের স্লোগান হচ্ছে আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। তাই আমাদের এ নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই।’
তিনি বলেন, ‘সরকারের উন্নয়ন দেখে দেশবিরোধী, উন্নয়নবিরোধী এবং সরকারবিরোধী কিছু স্বার্থন্বেষী লোক মিথ্যা, বানোয়াট প্রচারণায় উঠে পড়ে লেগেছে। তারা গুজব ছড়িয়ে সরকার অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। মানুষকে বিভ্রান্ত করতে চায়।’