ওয়ানডে হয়ে গেলো টি-টুয়েন্টি, জয় বাংলাদেশেরই

আয়ারল্যান্ড \’এ\’ দলের বিপক্ষে অঘোষিত প্রথম টি-টুয়েন্টি ম্যাচ দারুণ জয় পেয়েছে বাংলাদেশ \’এ\’ দল। আল-আমিন জুনিয়রের ঝড়ো ব্যাটিংয়ে ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয় স্বাগতিকরা। ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০তে এগিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচটি ২০ ওভারের হলেও এটা ওয়ানডে সিরিজেরই অংশ। বৃষ্টির কারণে সময় মতো সিরিজ শেষ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দুই দল। এর আগে সিলেটে একমাত্র চারদিনের ম্যাচেও জয় পেয়েছিল স্বাগতিক দলই। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে হচ্ছে গোটা এই ওয়ানডে সিরিজ।

সফরে ৫টি ওয়ানডে খেলার কথা আয়ারল্যান্ড \’এ\’ দলের। কিন্তু বৃষ্টির কারণে ঠিক ভাবে ম্যাচ মাঠে গড়াচ্ছিল না। দুই দিন রিজার্ভ ডে রেখেও কাজ হয়নি। অগত্যা সূচিতে আনতে হয় পরিবর্তন। তাতে শেষ তিনটি ম্যাচ টানা তিনদিনেই পড়ে যায়। শেষ পর্যন্ত সেই ধকল সামলাতে শেষ দুটি ওয়ানডে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়। অনেকটা টি-টুয়েন্টি সংস্করণে খেলার সিদ্ধান্ত নেয় দুই দল। বৃহস্পতিবার একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।

এদিন ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৪৪ রানেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ \’এ\’ দল। তবে তৃতীয় উইকেটে আল আমিন জুনিয়রকে নিয়ে ৫৮ রানের জুটি গড়ে সে চাপ সামলে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যক্তিগত ৪৭ রানে শান্ত ফিরে গেলেও আল আমিন দারুণ ব্যাটিং করতে থাকেন। দলীয় ১৬২ রানে দলের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আল-আমিন আউট হন ব্যক্তিগত ৬৭ রানে। ৪০ বলে ৮টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি। ফলে ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ এ দল। আইরিশদের পক্ষে ২টি উইকেট পান ব্যারি ম্যাকার্থি।

এর আগে টস জিতে আয়ারল্যান্ড এ দলকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ \’এ\’। ইনিংসের প্রথম বলে উইকেট তুলে সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন মেহেদী হাসান। তবে দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় আইরিশরা। স্টুয়ার্ট থম্পসনকে নিয়ে ৫১ রানের জুটি গড়ে প্রাথমিক বিপদ সামাল দেন অধিনায়ক অ্যান্ড্রু বিলবারনি। এরপর দ্রুত ২টি উইকেট তুলে সফরকারীদের আবারো চাপে ফেলে দেয় বাংলাদেশ।

আবারো দলের বিপর্যয় সামাল দেন সেই বিলবারনি। শেন টেরিকে নিয়ে ৬৫ রানের জুটি গড়েন তিনি। ৮৩ রানের দারুণ এক আগ্রাসী ইনিংস খেলে ইমরান আলী এনামের বলে থামেন বিলবারনি। ৫১ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় এ রান করেন তিনি। টেরি করেন ২৮ রান। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে দলটি। বাংলাদেশের পক্ষে ৩৩ রানের খরচায় ৩টি উইকেট পান ইমরান আলী। হারলেও ৮৩ রানের দারুণ ইনিংস খেলায় ম্যাচ সেরা হন আয়ারল্যান্ডের অধিনায়ক বিলবারনি। যদিও বড় লক্ষ্য দিয়েও দলকে জেতাতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ২৫ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ

Scroll to Top