বিশ্বকাপ ফুটবল এলে বাংলাদেশের সমর্থক হয়ে যায় দুই ভাগ। কেউ ব্রাজিল কেউ বা আর্জেন্টিনা। এখন জার্মানি, পর্তুগাল, ইতালিরও ভক্ত পাওয়া যায়। তবে সেই সংখ্যাটা কম। আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ভক্তদেরই উত্তেজনার পারদ ওঠে বেশি।
কাতার বিশ্বকাপ ফুটবলে এবারের এই উন্মাদনা চোখে পড়ার মতো। ঝাঁঝটা এত বেশি যে তা পৌঁছে গেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা পর্যন্ত। আর্জেন্টিনা ও ব্রাজিলের বাংলাদেশের ভক্তদের নিয়ে টুইটও করেছে ফিফা। আর্জেন্টিনার বাংলাদেশের ভক্তরা তো এক কাঠি সরেস। এদের আনন্দ উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ে আর্জেন্টিনার মাটিতেও।
বাংলাদেশের ভক্তদের তাই আনুষ্ঠানিক ধন্যবাদ না দিয়ে পারেনি দেশটি। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিশিয়াল টুইটার হ্যান্ডল ‘সিলেকশন আর্জেন্টিনা’ থেকে টুইটারে বাংলাদেশের আর্জেন্টিনা-ভক্তদের তিনটি ছবি পোস্ট করে ধন্যবাদ জানিয়েছে তারা। ক্যাপশনে লেখা হয়, ‘আমাদের দলকে সমর্থনের জন্য ধন্যবাদ। তারা (বাংলাদেশি) আমাদের মতোই পাগলাটে।’
এর আগে বাংলাদেশের আর্জেন্টিনার ভক্তদের নিয়ে একটা ভিডিও টুইট করেছিল ফিফা। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ভিডিও পোস্ট করে লেখা হয়েছিল, ‘এটাই ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকেরা এভাবেই লিওনেল মেসির গোল উদযাপন করছেন।’
আর্জেন্টিনার পাশাপাশি বাংলাদেশে ব্রাজিলের সমর্থকও অনেক। ব্রাজিলের ম্যাচের দিন সেগুলো লক্ষ্য করা যায় ভালোমতো। চোখ এড়ায়নি ফিফারও। সমর্থকদের জমায়েত হওয়ার এমন কয়েকটি ছবি পোস্ট করে ফিফা লিখেছিল, ‘ফুটবলের মতো অন্য কিছু মানুষকে এভাবে একত্র করতে পারে না।’
বাংলাদেশের ভক্তদের ব্যাপারটি বেশ ভালো জানে আর্জেন্টিনার ফুটবলাররাও। লিওনেল মেসি তো জানে আরও আগে থেকে। ইদানীং মেসির স্ত্রী আন্তনেলা তার ফেসবুক পেজে বাংলাদেশের ভক্তদের কথা উল্লেখ করে কয়েকটি পোস্টও দিয়েছেন।