ফখরুলের আরও তিন মামলা হাইকোর্টে স্থগিত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার আরও তিন মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।
আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন ও সগির হোসেন লিওন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবির।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবির বলেন, ‘হাইকোর্টের এ স্থগিতাদেশের বিরুদ্ধে আমরা আপিল করব।’

গত ২০১৩ সালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় শাহজাহানপুর, পল্টন ও মতিঝিল থানায় এই তিনটি নাশকতার মামলা দায়ের করে পুলিশ।

এর আগে আজ সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা একটি হত্যা মামলার কার্যক্রমও স্থগিত করেন হাইকোর্টের একই বেঞ্চ।

গত ২০১৩ সালের ৩০ নভেম্বর মালিবাগ চৌধুরীপাড়ায় যাত্রীবাহী একটি বাস পোড়ানো ও প্রাণহাণির ঘটনায় ফখরুলসহ দলটির শীর্ষস্থানীয় এবং জামায়াত নেতাদের বিরুদ্ধে এই হত্যা মামলা দায়ের করে রমনা থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম।

ওই দিন সন্ধ্যায় আবুল হোটেলের সামনে বাসটি পোড়ানো হয়। এ সময় অগ্নিদগ্ধ হন চারজন। তাদের হাবিবুর রহমান নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যান।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ২৪ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ

Scroll to Top