অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন মেনে চলছে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন মেনে চলছে না। হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ জড়িয়ে থাকার কারণে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধও করে দিতে পারছি না। আজ শুক্রবার দু’দিনব্যাপী ‘ইনোভেটিভ টিচিং এন্ড লার্নিং এক্সপো ২০১৭’ এর উদ্ভোধন শেষে এসব কথা বলেন তিনি। ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক ও বৃটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে ড্যাফোডিল টাওয়ারে অনুষ্ঠানটির আয়োজন করে।

মন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় মানেই লাভজনক প্রতিষ্ঠান নয়। লাভের আশায় নয় সম্মানের জন্য শিক্ষানুরাগী বিত্তবানদের এগিয়ে আসতে হবে। বাংলাদেশ চিরকাল জ্ঞান ও প্রযুক্তি আমদানি করবে না। এমন এক সময় আসবে আমরা বিদেশে জ্ঞাণ ও প্রযুক্তি রপ্তানি করবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ফ্যামিলীর চেয়ারম্যানের সবুর খান। আরও উপস্থিত ছিলেন এনসিসি এডুকেশন, ইউকের প্রধান নির্বাহী কর্মকর্তা এলান নরটন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম এ মান্নান, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির ভিসি ড. মুনাজ আহমেদ নুর, ড্যাফোডিল ইন্টারন্যাশাল ইউনিভার্সিটির ভিসি ড. ইউসুফ এম ইসলাম। সঞ্চালনা করেন সৈয়দ মিজানুর রহমান।

সভাপতির বক্তব্যে ড্যাফোডিল ফ্যামিলীর চেয়ারম্যান সবুর খান বলেন, এই এক্সপো আগামীতে দেশব্যাপী ছড়িয়ে দেবার উদ্যোগ হাতে নেয়া হবে এবং শিক্ষার্থীরা যখন এর সুফল পেতে শুরু করবে তখনই আমারা স্বার্থক হব। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইনোভেটিভ টিচিং এক্সপোর ১ম এবং ২য় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন। ৫৮ টি প্রজেক্টের মাঝে প্রথম স্থান অর্জন করেন গোপালগঞ্জ জেলার ডালনিইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লতিফা আক্তার শিউলি এবং ২য় স্থান অর্জন করেন বাংলাদেশ কারিকুলাম শিক্ষাবোর্ডের বিশেষজ্ঞ ড. মো. শাহ আলম মজুমদার।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি

Scroll to Top