তুরস্কের ইস্তাম্বুলের ব্যস্ততম সড়কে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৪জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৩ নভেম্বর) ইস্তাম্বুলের ইস্তিকলাল অ্যাভিনিউর ব্যস্ত এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
তাকসিম এলাকার গভর্নর আলী ইয়ারলিকায়া এক টুইটে বলেন, বিকেল ৪টা ২০ মিনিটে বিস্ফোরণটি ঘটে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকা ঘিরে ফেলে পুলিশ। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের বিস্তারিত জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বিকট শব্দে হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে ইস্তিকলাল এলাকা। এতে আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন পথচারীরা।
ঘটনাস্থলে থাকা বিবিসির সংবাদদাতা ওরলা গুয়েরিন বলেন, সড়কের চারপাশে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে। ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়েছে।
সড়কটিতে সবসময় স্থানীয় ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সমাগম থাকে। এর আগে ২০১৬ সালে এখানে একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।
সংবাদ সূত্রঃ বিবিসি