মাশরাফির অধিনায়কত্ব পছন্দ ছিল না সিডন্সের!

সম্প্রতি অধিনায়ক হিসেবে ৫০টি ওয়ানডে খেলার কীর্তি গড়েছেন মাশরাফি বিন মুর্তজা। হাবিবুল বাশার ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এমন কীর্তি গড়েছেন দেশসেরা পেসার। তাঁর এমন কীর্তিতে স্বভাবতই আলোচনা হচ্ছে মাশরাফির বর্ণাঢ্য অধিনায়ক জীবন নিয়ে। যেখানে উঠে আসছে তাঁর অধিনায়কত্বের শুরু থেকে বর্তমান পর্যন্ত অনেক কথা।

দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকাকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে সম্প্রতি এ নিয়ে আলাপকালে মাশরাফি ফিরে যান তাঁর প্রথমবারের মতো অধিনায়কত্ব পাওয়ার সময়ে। সেই সময়ে বাংলাদেশ দলের কোচ ছিলেন জেমি সিডন্স। মাশরাফি জানান, তাঁর অধিনায়কত্ব পাওয়ার খবরে খুশি ছিলেন না দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই কোচ।

সেই তুলনায় মাশরাফিকে অনেক সাহস জুগিয়েছেন বর্তমান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মাশরাফি বলেন, ‘দুজন আসলে দুই রকম। সিডন্সের সময়ে যখন নেতৃত্ব পাই, তখন একটি ঘটনা ঘটে। দল নিয়ে ইংল্যান্ডের মাটিতে পা রাখার পরই দলের একজন জানাল, সিডন্স নাকি সাক্ষাৎকারে বলেছে- মাশরাফিকে কেন অধিনায়ক করা হয়েছে, আমি জানি না।’

সিডন্সের এমন মনোভাব স্বাভাবিকভাবেই মাশরাফির জন্য একটি বড় মানসিক আঘাত ছিল। মাশরাফি বলেন, ‘সেটি আমার জন্য একটা ধাক্কা ছিল। মনে হয়েছে, কী অধিনায়ক হলাম, কোচই জানে না! হয়তো-বা সে আমাকে সেভাবে গ্রহণ করছে না!’

২০১৪ সালে নতুন করে যখন অধিনায়ক হলেন, দলের গুরু তখন হাথুরুসিংহে। তাঁর প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আমি হুট করে অধিনায়ক হয়েছি। হাতুরাসিংহে তখন অনেক ইতিবাচক কথা বলেছেন। বলেছেন- এই খারাপ সময় থেকে দলকে তুমি বের করে আনতে পারবে।’

মাশরাফি আরও বলেন, ‘প্রথমবার দায়িত্ব পাওয়ার পর সিডন্সের কথা শুনে অধিনায়ক হিসেবে পা নড়বড়ে হয়ে যায়। এবার পরিস্থিতি অন্য রকম। কোচের কথায় মনে হয়েছে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এখন দলকে পরিবর্তন করে দিতে হবে।’

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ২৪ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top