দুদকের জালে আটকা পড়লে দুর্নীতিবাজদের রক্ষা নেই

দুদকের জালে একবার আটকা পড়লে দুর্নীতিবাজ কোনো কর্মকর্তার শেষ রক্ষা হবে না বলে জানিয়েছেন, দুদক কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম।

দেশের সরকারি বিভিন্ন দপ্তরসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি এ কথা বলেন।

দুর্নীতিবাজ কর্মকর্তাদের আইনের আওতায় আনতে বিভিন্ন জেলা-উপজেলা পর্যায়ে দুদকের আয়োজনে এ গণশুনানি শুরু করা হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা চত্বরে দুদক আয়োজিত এক গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-দুদকের খুলনা বিভাগের পরিচালক আবুল হাসান, কুষ্টিয়া সমন্বিত কার্যালয় উপ-পরিচালক আব্দুল গাফফার ও চুয়াডাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান।

গণশুনানি অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে ৪৮টি লিখিত অভিযোগ করেন স্থানীয় ভুক্তভোগীরা। এসময় তারা তাৎক্ষণিকভাবে অভিযোগকারীদের সমাধানের আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ২৪ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ

Scroll to Top