যুক্তরাষ্ট্রের মিশিগানে সুইমিংপুলে ডুবে যাওয়া দুই বছরের ভাইয়ের প্রাণ বাঁচিয়েছে ১০ বছরের বালক জ্যাকব ও’কনর। বিবিসি জানায়, মিশিগানের রোজভিলের বাসিন্দা ক্রিস্টার ও’কনর তার তিন ছেলে জ্যাকব, গ্যাভিন (৮) ও ডিলান (২) কে মা কাছে রেখে কাজে গিয়েছিলেন। স্থানীয় একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে জ্যাকব জানায়, সবাই টেলিভিশন দেখার সময় ডিলান দরজা খুলে বাইরে বেরিয়ে যায় এবং সুইমিং পুলে পড়ে যায়।
“আমি তাকে পুল থেকে তুলে উপুড় করে তার পিঠে চাপ দিতে থাকি।” “বেশিরভাগ সিনেমায় এটাই করতে দেখা যায়। প্রথমে তারা ডুবে যাওয়া ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করে এবং তাতে কাজ না হলে অন্য কোথাও সাহায্য খোঁজে।” এবিসি নিউজ জানায়, প্রায় এক মিনিট পানিতে ডুবেছিল ডিলান। জ্যাকব তাকে তুলে উপুড় করে চাপ দিলে কিছু পানি বেরিয়ে আসে। কিন্তু ডিলানের জ্ঞান না ফেরায় জ্যাকব দৌড়ে গিয়ে তার নানিকে ডেকে আনে।
নানি এলিন ভিয়াল বলেন, “জ্যাকব খুবই শান্ত ছিল। কিন্তু ডিলানকে দেখার পরই আমি বুঝতে পারি ভয়ঙ্কর কিছু একটা হয়েছে।” দ্রুত ডিলানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়; সে এখন সম্পূর্ণ সুস্থ। জ্যাকব জানায়, ডোয়াইন জনসনের সান অ্যানড্রেস সিনেমা দেখে সে ডুবে যাওয়া মানুষকে প্রাথমিক চিকৎসা দেওয়ার নিয়ম শিখেছে।
ঘটনা জানার পর জনসনের টুইট, “ওয়াও, চমৎকার ঘটনা। জ্যাকব তুমি বাস্তব জীবনের নায়ক। আমরা সবাই তোমার জন্য গর্বিত।”
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস