ট্রফি ধরে রাখার লক্ষ্য নিয়েই ঘরের মাঠে নারী এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। কিন্তু বাস্তবতা হচ্ছে গত আসরের চ্যাম্পিয়নদের এখন সেমিফাইনালে খেলাই কঠিন হয়ে গেছে। শনিবার সিলেটে শক্তিশালী ভারতের কাছে ৫৯ রানে হেরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
টুর্নামেন্টে চার ম্যাচ খেলে বাংলাদেশের জয় এখন দুটি। সমান সংখ্যক ম্যাচে থাইল্যান্ডও দুটি জয় পেয়েছে। চার ম্যাচে তিনটি করে জয় নিয়ে নিরাপদ স্থানে রয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। আর বাংলাদেশকে আজ হারিয়ে পাঁচ ম্যাচে ভারতের জয় এখন চারটি। ৮ পয়েন্ট নিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করলো ভারতীয় নারী দল।
সেমিতে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে আগামী ১০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে নিগার সুলতানা জ্যোতির দলকে। ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। একই সঙ্গে ওইদিন ভারতের কাছে থাইল্যান্ডের হারের অপেক্ষায়ও থাকতে হবে টাইগ্রেসদের।
ভারতের দেওয়া ১৬০ রানের টার্গেটে খেলতে নেমে ৭ উইকেটে ১০০ রান তুলতে পেরেছে বাংলাদেশ নারী দল। ৪৫ রানের ওপেনিং জুটিতে শুরুটা ভালোই ছিল। কিন্তু টার্গেট বিবেচনায় এমন শুরুও ছিল বেশ ধীরগতির। দশম ওভারে মুর্শিদা খাতুন-ফারজানা হক পিংকির ওপেনিং জুটি ভাঙে।
তাদের বিদায়ের পর রানের তাড়ায় আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেছেন ব্যাটাররা। তখনই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। শেষ দিকে ৪ রানে পড়েছে ৪ উইকেট।
মুর্শিদা ২১, পিংকিং ৪০ বলে ৩০, অধিনায়ক নিগার ২৯ বলে ৩৬ রান করেন। ভারতের দিপ্তি, শেফালি ২টি করে উইকেট নেন।
এর আগে ভারত ৫ উইকেটে ১৫৯ রান তুলেছিল। শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানা ওপেনিংয়ে ৯৬ রানের জুটি গড়েন। শেফালি ৫৫, স্মৃতি মান্দানা ৪৭ রান করেন। জেমাইমা রড্রিগুয়েজ অপরাজিত ৩৫, দিপ্তি শর্মা অপরাজিত ১০ রান করেন। বাংলাদেশের পক্ষে রুমানা আহমেদ ২৭ রানে ৩টি, সালমা খাতুন ১টি উইকেট পেয়েছেন।