চলমান নারী এশিয়া কাপে ভারত ফেভারিটের তকমা নিয়েই মাঠে নেমেছে। টুর্নামেন্টে নিজেদের খেলা প্রথম ৩ ম্যাচের ৩টিতেই জিতে ভারতীয় নারীরা প্রমাণও করেছিল। তবে ভারতকে হারিয়ে এশিয়া কাপে দ্বিতীয় অঘটনের জন্ম দিলো পাকিস্তান।
নারী এশিয়া কাপের মঞ্চে ভারতকে রুদ্ধশ্বাস ম্যাচে ১৩ রানে হারিয়েছে পাকিস্তানিরা। সিলেটে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩৭ রান তুলেছিল পাকিস্তানি নারীরা। জবাবে ১২৪ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। এর আগে এশিয়া কাপের অন্য অঘটনের শিকার হয়েছিল পাকিস্তানই। থাইল্যান্ডের নারীদের কাছে হেরেছিল দলটি।
নারী টি-টোয়েন্টি ক্রিকেটে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যে বেশ বড় ধরনের পার্থক্য রয়েছে। এশিয়ান অঞ্চলের মধ্যে ক্রিকেটীয় শক্তিতে পাকিস্তান থেকে শুরু করে অন্য দলগুলোর চেয়ে বেশ এগিয়ে ভারতীয় নারীরা। পরিসংখ্যানও সেই কথা বলছে। ভারত-পাকিস্তানের মধ্যে মুখোমুখি হওয়া ১২ টি-টোয়েন্টির ১০টিতে জয়ী হয়েছে ভারত। পাকিস্তান জিতেছে মাত্র ২ বার। শেষবার জিতেছে ছয় বছর আগে ২০১৬ সালের মার্চে।
ফলে নারী এশিয়া কাপের মঞ্চে ভারতের বিপক্ষে পাকিস্তানের আজকের জয় এক প্রকার অঘটনই বলা চলে। সিলেটে এদিন পাকিস্তানের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ২ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় হারমানপ্রিত কৌরের দল।
ভারতীয়দের কোনো ব্যাটারই এদিন বড় স্কোর করতে পারেনি। দলটির পক্ষে সর্বোচ্চ ২৬ রান আসে আটে নামা রিচা ঘোষের ব্যাট থেকে। ১৩ বলে ১ চার ও ৩ ছয়ে ২৬ রান করে ম্যাচটি একাই জমিয়ে তোলেন রিচা।
তার বিদায়ের পর ভারতীয়দের হার একপ্রকার নিশ্চিতই ছিল। রিচা ছাড়াও ভারতের পক্ষে হেমালতা করেছেন ২০ রান। এছাড়াও চার ব্যাটার ফিরেছেন দশের ঘরে। পাকিস্তানের পক্ষে নাশরা সান্ধু ৩০ রানে ৩ উইকেট নেন। এছাড়াও সাদিয়া ইকবাল ও নিদা দার ২টি এবং আইমান আনওয়ার ও তুবা হাসান নিয়েছেন ১টি করে উইকেট।
এর আগে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে নিদা দারের ফিফটি ও পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ মিলে লড়াকু সংগ্রহ দাঁড় করায়। নিদা ৩৭ বলে করেন ৫৬ রান। এছাড়াও বিসমাহর ব্যাট থেকে আসে ৩২ রান। ফিফটির পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নিদা।