অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজের প্রথম ম্যাচে দুশোর্ধ্ব সংগ্রহ নিয়েও ভারত জিততে পারল না। আগে ব্যাটিং করে রোহিত শর্মার দল ৬ উইকেটে ২০৮ রান তোলে। জবাবে ৪ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারী অস্ট্রেলিয়া।
টস জিতে আগে ফিল্ডিং নেয় অস্ট্রেলিয়া। লোকেশ রাহুল (৩৫ বলে ৫৫), হার্দিক পান্ডিয়া (৩০ বলে ৭১) ও সূর্যকুমার যাদবের (২৫ বলে ৪৬) ব্যাটে ভর করে ২০৮ রানের সৌধ গড়ে ভারত। নাথান এলিস ৩০ রানে তিনটি ও জস হ্যাজেলউড ৩৯ রানে দুটি উইকেট নেন।
যদিও এত বড় সংগ্রহ নিয়েও জেতা হলো না স্বাগতিকদের। জবাব দিতে নেমে ১৪৫ রানে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তখন তাদের প্রয়োজন ছিল ৩৫ বলে ৬৪ রান। ওই মুহূর্তে ম্যাথু ওয়েডের ঝড়ো ব্যাটিং অজিদের দারুণ এক জয় এনে দেয়। তিনি ২১ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন। তার আগে ক্যামেরন গ্রিন ৩০ বলে ৬১ ও স্টিভেন স্মিথ ২৪ বলে ৩৫ রান করে জয়ের ভিত গড়ে দেন।
শুক্রবার নাগপুরে দ্বিতীয় ম্যাচ। এরপর রোববার হায়দরাবাদে তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।