এ বছরের ‘গোল্ডেন বয়’ এমবাপে

গত মৌসুমে এতটাই আলো ছড়িয়েছিলেন যে হুমড়ি খেয়ে তার পেছনে লেগেছিল ইউরোপের বড় ক্লাবগুলো। মোনাকোর লিগ ওয়ান শিরোপা জেতা এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে তুলতেও ছিল তার বড় অবদান। এমন পারফরম্যান্সের ফলটা কাইলিয়ান এমবাপে পেলেনও হাতেনাতেই। জিতে নিয়েছেন ২০১৭ সালের গোল্ডেন বয় অ্যাওয়ার্ড।

ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা অনূর্ধ্ব-২১ পর্যায়ে সেরা খেলোয়াড়কে এই পুরস্কার দিয়ে থাকে ইতালির ক্রীড়া বিষয়ক দৈনিক টুত্তোস্পোর্টো।

ইউরোপের স্বর্ণ তরুণের খেতাব জিততে এমবাপে পেছনে ফেলেছেন বার্সেলোনা ফরোয়ার্ড উসমানে ডেম্বেলে এবং ম্যানচেস্টার ইউনাইটেডের আরেক তরুণ তারকা মার্কাস রাসফোর্ডকে। ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসাস তালিকায় এক পর্যায়ে সেরা তিনে থাকলেও ক্রীড়া সাংবাদিকদের ভোটে শেষ পর্যন্ত পেছনে পড়ে যান। তাকে টপকে তৃতীয় স্থান অর্জন করেন রাসফোর্ড।

এমবাপের পক্ষে ভোট পড়েছে ২৯১ জন সাংবাদিকের। ডেম্বেলে পেয়েছেন ১৪৯টি। রাসফোর্ডের ভোট সংখ্যা ৭২।

চলতি মৌসুমের শুরুতে মোনাকো থেকে ধারে পিএসজিতে যোগ দেন এমবাপে। আগামী মৌসুমে স্থায়ী হবেন ফরাসি ক্লাবটিতে। পিএসজিতে এসে জ্বলে উঠতেও দেরী হয়নি তরুণ তারকার। ৯ ম্যাচে চার গোলের পাশাপাশি নেইমার-কাভানিদের দিয়ে গোল করিয়েছেন পাঁচটি।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ২৩ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top