রাজধানীর বিমানবন্দর সড়কে গাড়ির তীব্র যানজট দেখা গেছে। আজ মঙ্গলবার সকাল থেকেই উত্তরার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর এলাকায় তীব্র যানজট শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ ক্রমেই বাড়ছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেটের আশেপাশের এলাকায় সড়কে বৃষ্টির পানি জমে থাকায় এ যানজট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বিমানবন্দর এলাকাতেও।
উত্তরা ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার নাবিত কামাল শৈবাল বলেন, ‘গাজীপুরের মুন্নু সিরামিকের সামনের রাস্তা ভাঙা থাকায় সেখানে সড়কে বৃষ্টির পানি জমেছে। তা ছাড়া রাস্তা কিছুটা ভাঙা রয়েছে। ফলে তীব্র যানজট তৈরি হয়েছে। তবে উত্তরা থেকে বনানীমুখী রাস্তা ফাঁকা আছে। আমরা উল্টো দিকে গাড়ি ছেড়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।’
বিমানবন্দরের ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, ‘রাস্তায় পানি জমে যাওয়ার কারণে এই যানজট তৈরি হয়েছে। ৪ থেকে ৫ ঘণ্টা ধরে আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তবে যানজট আগের চেয়ে কিছুটা কমেছে।’