অসুস্থতার কথা বলে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল

আজ সোমবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লি সফরে যাননি। শারী‌রিক অসুস্থতার কার‌ণে শেষ মুহূর্তে তাকে এ সফর বাতিল করতে হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।

আজ সকালে ৪ দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট আজ সকাল ১০টা ১৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্লাইটটি নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর এ সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদ-নদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা আলোচ্যসূচির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে নানা ধরনের মন্তব্য করে সমালোচনার জন্ম দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করার বিষয়ে সম্প্রতি করা তার এক মন্তব্য নিয়ে বেশ সমালোচনা হয়। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তার সঙ্গে নেই পররাষ্ট্রমন্ত্রী।

যদিও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন নিজেই গতকাল রোববার সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতে যাচ্ছেন। কিন্তু হঠাৎ করেই এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে নেই তিনি। এতে সংশ্লিষ্ট মহল মনে করছেন, অসুস্থতার কথা বলে মোমেনকে ভারত সফর থেকে ‘বাদ’ দেওয়া হয়েছে।

Scroll to Top