প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নবিরোধীরা দেশকে আবারো জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে, জনগণকে সতর্ক থাকতে হবে। নির্বাচন এলেই দেশে নানান ষড়যন্ত্র হয় বলেও তিনি মন্তব্য করেন।
বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত হন আওয়ামী লীগের ২২জন নেতাকর্মী। আজ রবিবার (২১ আগস্ট) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে নিহতের প্রতি শ্রদ্ধা জানাতে তিন বছর পর সরাসরি উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্মরণ সভায় সেই দু:সহ ঘটনার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের স্মরণ সভায় প্রধানমন্ত্রী বলেন, গ্রেনেড হামলায় হত্যাযজ্ঞ বিশ্বের ইতিহাসে বিরল। বিএনপি- জামায়াত জোট সরকার জড়িত না থাকলে এ ধরণের হামলা সম্ভব হতো না। গ্রেনেড হামলায় তৎকালীন সরকার সরাসরি জড়িত ছিলো।
অভিযোগ করেন, একুশে আগস্ট গ্রেনেড হামলায় পঁচাত্তরের খুনিদেরও মদদ ছিলো।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন আসলে দেশে নানান ষড়যন্ত্র হয়, তা এখনো অব্যাহত। উন্নয়নবিরোধীদের বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।