পদ্মা সেতু দেখার আমন্ত্রণ জানিয়ে মমতাকে প্রধানমন্ত্রীর চিঠি

বাংলাদেশের জনসাধারণের জন্য পদ্মা সেতু এক মাস আগেই খুলে দেওয়া হয়েছে। এবার এই সেতু দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে আমন্ত্রণ জানালেন।

আজ বুধবার (২০ জুলাই) এ তথ্য জানানো হয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠিতে লিখেছেন, \’পদ্মা সেতু বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করবে ও বাণিজ্যিক সম্পর্কে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি।\’

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বর মাসে দিল্লি যাবেন। সেই সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হওয়ার বিষয়েও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ২০০১ সালের ৪ জুলাই পদ্মা সেতুর ভিত্তি প্রস্তুর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেলো ২৫ জুন সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। সেতুতে যান চলাচল ২৬ জুন থেকে শুরু হয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর আম পাঠিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য। প্রাপ্তি স্বীকার করে প্রধানমন্ত্রীকে একটি আন্তরিক চিঠিও দিয়েছিলেন মমতা।

সংবাদ সূত্রঃ আনন্দবাজার পত্রিকা

Scroll to Top