শ্রীলঙ্কার মতো পরিণতি ভারতের হতে পারে কি না তা নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কথা বলেছেন। গতকাল মঙ্গলবার সর্বদলীয় এক বৈঠকে জয়শঙ্কর বলেন, শ্রীলঙ্কার পরিস্থিতিতে তারা খুবই্ উদ্বিগ্ন। শ্রীলঙ্কা থেকে প্রতিবেশী দেশগুলোর বড় শিক্ষা নেওয়ার আছে।
বৈঠকে উপস্থিত ছিলেন সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। অন্যান্য সিনিয়র সদস্যদের মধ্যে ছিলেন, কংগ্রেসের পি চিদাম্বরম এবং মানিকম ঠাকুর, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) শরদ পাওয়ার এবং ডিএমকে-র টিআর বালু ও এমএম আবদুল্লাহ। তৃণমূল কংগ্রেসের স্বাগত রায়, ন্যাশনাল কনফারেন্সেরর ফারুক আব্দুল্লাহ, আম আদমি পার্টির সঞ্জয় সিং, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির কেশব রাও, বহুজন সমাজ পার্টি রিতেশ পান্ডে ওয়াইএসআর কংগ্রেসের বিজায়সাই রেডি ও এমডিএমকের ভায়কোও উপস্থিত ছিলেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এজন্যই সর্বদলীয় বৈঠক ডেকেছি। কারণ এখন গুরুতর সংকট চলছে। আর শ্রীলঙ্কায় আমরা যেমনটা দেখছি, তা আগে ভাবা যায়নি। তিনি বলেন, আমাদের এত কাছের প্রতিবেশী দেশের এমন অবস্থা আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। ভারতেও এমন পরিণতি হগতে পারে কি না তা নিয়েও উঠেছে প্রশ্ন। জয়শঙ্কর বলেন, শ্রীলঙ্কা থেকে অনেক কিছু শেখার আছে।
গত সাত দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট পড়েছে ভারতের প্রতিবেশি দেশ শ্রীলঙ্কা। জ্বালানি, খাদ্য এবং ওষুধের ঘাটতি চরম পর্যায়ে পৌঁছেছে দেশটিতে। সংকটের জন্য গোটাবায়া রাজাপাকসের প্রশাসনকে দায়ী করে আসছে জনগণ।