আবারও লিবিয়া উপকূলে নৌকাডুবি: শিশুসহ ২২ জন নিহত

আবারও লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই নৌকাডুবিতে নিহত হয়েছেন ৩ শিশুসহ ২২ অভিবাসনপ্রত্যাশী। নিহতদের বেশিরভাগই আফ্রিকার দেশ মালির বাসিন্দা।

জাতিসংঘ ও মালি সরকারের পক্ষ থেকে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার ( ০৫ জুলাই) মালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যারা মারা গেছে তারা ৮৩ জনের একটি গ্রুপ নিয়ে বের হয়েছিল। এদের মধ্যে বেশিরভাগই ছিল মালির নাগরিক।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পক্ষ থেকে বলা হয়েছে, লিবিয়ান কোস্টগার্ড ৬১ জনকে উদ্ধার করেছে। নয়দিন সমুদ্রে থাকার পর শনিবার (০২ জুলাই) তাদেরকে উপকূলে নিয়ে আসা হয়।

আইওএমের মুখপাত্র সাফা এমসেহলি বলেন, পানিশূন্যতা ও পানিতে ডুবে ২২ জনের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, জীবিতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের লিবিয়ার ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।

সংবাদ সূত্রঃ আল-জাজিরা

Scroll to Top