সেনা কল্যাণ সংস্থার সুবর্ণজয়ন্তী ও ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপন হয়েছে। গতকাল ঢাকার মহাখালীর সেনা কল্যাণ সংস্থায় দিনটি আড়ম্বরপূর্ণভাবে পালিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এসবিপি ওএসপি এনডিইউ পিএসসি পিএইচডি প্রধান অতিথি ছিলেন। তিনি সেনা কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ে (এসকেএস টাওয়ার) পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি এসকেএস টাওয়ারের দশম তলায় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন। এছাড়া সেনা কল্যাণ সংস্থা হতে সাহায্যপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, সেনা কল্যাণ সংস্থায় কর্তব্যকালীন অবস্থায় আহত/নিহত সদস্যদের পরিবারের মাঝে উপহারসামগ্রী প্রদান ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানসহ সেনা কল্যাণ সংস্থায় কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর উদ্দেশে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।
১৯৭২ সালের ১ জুলাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ দিকনির্দেশনায় স্বাধীনতা পূর্ববর্তীকালের ফৌজি ফাউন্ডেশন আপামর জনগণ ও সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণের ব্রত নিয়ে সেনা কল্যাণ সংস্থা নামে পুনর্জন্ম লাভ করে। সেনাবাহিনী প্রধান ও চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টির বলিষ্ঠ দিকনির্দেশনায় এ সেবামূলক প্রতিষ্ঠান আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। কল্যাণমুখী এ প্রতিষ্ঠান বিগত বছরগুলোয় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রায় ২০ লাখ অবসরপ্রাপ্ত সদস্যের মাঝে ৪৫৬ কোটি টাকা অনুদান প্রদানের পাশাপাশি বাংলাদেশ সরকারকে ১ হাজার ৫০০ কোটি টাকার অধিক কর প্রদানের মাধ্যমে জাতি গঠনে প্রশংসনীয় অবদান রেখে চলেছে।
সংবাদ সূত্রঃ আইএসপিআর