বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১০ জুলাই (রবিবার) দেশে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত হবে।
আজ বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় এই সিদ্ধান্ত হয় বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায়।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার। তিনি বলেন, বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেক্ষেত্রে ১০ জুলাই বাংলাদেশে কোরবানির ঈদ উদযাপিত হবে।
এদিকে আগামী ৯ জুলাই সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ-উল-আজহা উদযাপিত হবে।