ইউক্রেনে যুদ্ধের ময়দানে নিহত হয়েছেন সাবেক এক ব্রিটিশ সেনা। নিহত সেনার পরিবারের বরাতে এই খবর বিবিসি প্রকাশ করেছে।
নিহত সেনার নাম জর্ডান গেটলি। তিনি গত মার্চ মাসে ব্রিটিশ সেনাবাহিনীর চাকরি ছেড়ে ইউক্রেনে যান। সেখানে তিনি ইউক্রেন সেনাদের সঙ্গে রুশ বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হন।
নিহত জর্ডানের বাবা ছেলের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তাকে ‘হিরো’ বলে অভিহিত করেছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, জর্ডান গেটলি ইউক্রেনের পূর্ব শহর সেভরোদোনেতস্কে নিহত হন। গত কয়েক সপ্তাহে এই ফ্রন্টে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের প্রচণ্ড যুদ্ধ চলছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিহত সেনার পরিবারকে তারা সহযোগিতা করছেন।
জর্ডান গেটলির বাবা ফেসবুকে লিখেছেন, তার ছেলে ইউক্রেনে স্থানীয়দের প্রশিক্ষণ দিতেন। গত শুক্রবার তার মৃত্যুর খবর পেয়েছেন বলে জানান তিনি।
সংবাদ সূত্রঃ বিবিসি