২০২২-২৩ অর্থ-বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপির কিছু বলার নেই উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ আদালতে গিয়েছিলাম সকালে। সেখানেও সাংবাদিকরা বারবার আমাকে প্রশ্ন করেছেন বাজেট সম্পর্কে। এখানে আমার প্রতিক্রিয়া জানতে চেয়েছেন। কী প্রতিক্রিয়া দিব এই বাজেট নিয়ে? আমরা এর আগে বাজেটের প্রতিক্রিয়া দিয়েছি, বিভিন্ন সময় কথা বলেছি। কিন্তু এবার দিতে চাই না।
বৃহস্পতিবার (৯জুন) বিকেলে মিরপুরে সাবেক সংসদ সদস্য এসএ খালেকের বাড়িতে ঢাকা মহানগর উত্তরের কাফরুল থানাধীন ৪, ১৪, ১৬ ও ৯৪ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এবার বাজেট দিয়েছে ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার। এই বাজেট থেকে কতটা লুট করবে সেই হিসাব করা হচ্ছে। সুতরাং এই বাজেট নিয়ে কী বলব উত্তর পাই না। আমাদের সাংবাদিক ভাইদের আগ্রহ থাকে, আমরা কী বলি না বলি। আমরা এটা নিয়ে খুব বেশি কথা বলতে চাই না।’