টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন ডুমিনি

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেই টের পাওয়া যাচ্ছিল ফাফ দু প্লেসির চোট। ৯১ রানে ব্যাট করছিলেন নিজেদের ইনিংসে। টিভি স্ক্রিনে দেখা গেলো রান নিতে গিয়ে স্বাভাবিক ভঙ্গিটা ধরে রাখতে পারছেন না। কোমড়ের দিকে যে চোট পেয়েছেন তা বোঝা যাচ্ছিল স্পষ্টই। তখন ফিজিওর সেবা নিলেও মাঠ ছেড়ে যেতে বাধ্য হন। পরে আর ব্যাট করা হয়নি। আর তাতেই টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন প্রোটিয়া অধিনায়ক। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন জেপি ডুমিনি। আর তার বদলে দলে ডাক পেয়েছেন ডোয়েন প্রিটোরিয়াস।

ইস্ট লন্ডনে চোট পাওয়ার পর ফিল্ডিংও করতে পারেননি প্লেসি। শারীরিক অবস্থা ভালো না হওয়াতে রবিবার রাতেই ফিরে গেছেন কেপ টাউন। সেখানে আগামী এক সপ্তাহ বিশ্রাম নেবেন। তাকে নিয়ে ঝুঁকি যাতে না বাড়ে সে দিকেই লক্ষ্য দক্ষিণ আফ্রিকার।

এরমধ্য দিয়ে চোটের তালিকা দীর্ঘ হলো প্রোটিয়াদের- ওয়েন পারনেল, মর্নে মরকেল, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, ক্রিস মরিস, ডুয়েন অলিভিয়েরের পর এবার চোটের যুক্ত হলেন ফাফ দু প্লেসি।

টি-টোয়েন্টি স্কোয়াড: জেপি ডুমিনি(অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহারদিয়েন, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, রবি ফ্রাইলিঙ্ক, বেউরান হেন্ডরিকস, ডেভিড মিলার, মাঙ্গালিসো মোসেলে, ডেন প্যাটারসন, অ্যারন ফাঙ্গিসো, অ্যান্ডিল ফেলুকায়ো, ডোয়েন প্রিটোরিয়াস, তাবরেইজ শামসি।

দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ টি-টোয়েন্টি সূচি:

অক্টোবর ২৬: প্রথম টি-টোয়েন্টি, ব্লুমফন্টেইন

অক্টোবর ২৯: দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফস্ট্রুম

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ২৩ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ

Scroll to Top