বাংলাদেশ ক্রিকেটের বিপদ সংকেত দেখছেন মাশরাফি

‘ওদের সঙ্গে মূল্যায়ন করলে আমরা সব জায়গায় পিছিয়ে ছিলাম। এখানে আমরা প্রতিদ্বন্দ্বিতাও করতে পারিনি। খুব বাজেভাবে ম্যাচ হেরেছি। আমার মনে হয়, এই সময়টা বাংলাদেশের ক্রিকেটের জন্য অবশ্যই বিপদ সংকেত। আমরা যারা খেলোয়াড় আছি তাদের এদিকে নজর দিতে হবে। নয়তো সামনের সিরিজ বা টুর্নামেন্টগুলো খুব কঠিন হবে।’ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হারের পর এমন মন্তব্য করেছেন মাশরাফি বিন মুর্তজা।

দেশের বাইরের কন্ডিশনে দ্রুত উন্নতি করতে হবে মনে করছেন ম্যাশ। ‘শুধু আজকের ম্যাচ না, আগের দুই ম্যাচেও নিজেদের খেলা নিয়ে আমরা নিজেরাই হতাশ। যা হয়েছে তা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই হয়ে আসছে। আমাদের দ্রুত উন্নতি করতে হবে। এই কন্ডিশনে এসে খেলা আমাদের দ্রুত শিখতে হবে। নইলে দেশের বাইরে যে টুর্নামেন্ট আছে বা দ্বি-পাক্ষিক সিরিজ আছে সেগুলো আসলে কঠিন হয়ে যাবে।’

‘এটা আমাদের জন্য ভালো হল, শেখার একটা ব্যাপার হল। আমরা বোলাররা দায়িত্ব নিতে পারিনি। অবশ্যই ব্যাটসম্যানরাও দায়িত্ব নিতে পারিনি। আমার মনে হয়, আমাদের সব খেলোয়াড়েরই বের করা উচিত আমরা কোন কারণে পারছি না। সেটা বের করতে পারলে আমার মনে হয়, সেদিকে জোর দেওয়া দরকার। শেষ যে কয়দিন আছে, অসাধারণ অনুশীলন করেও এখান থেকে বের হয়ে আসা সম্ভব নয়। এটা দীর্ঘ একটা প্রক্রিয়া। সামনে এই ধরনের কন্ডিশনে কোনো সিরিজ বা টুর্নামেন্ট খেলতে সেভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে।’ অভিমত মাশরাফির।

মানসিকভাবে ভঙুর ছিল বাংলাদেশ, যে কারণে অনেকটা গুলিয়ে ফেলেন ক্রিকেটারা। জানালেন মাশরাফি। ‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোথাও আমরা ভালো কিছু করতে পারিনি। এখানে যা করতে পারতাম মানসিকভাবে ভেঙে পড়ায় সেটাও করতে পারিনি। এই ব্যাটিং অপ্রত্যাশিত তো অবশ্যই। ব্যাটিং অবশ্যই হতাশাজনক। আরও বড় রান করা দরকার ছিল।’

উল্লেখ্য, তিন ম্যাচ ওয়ানডের প্রথম ম্যাচ ১০ উইকেটে, দ্বিতীয় ম্যাচে ১০৪ রানে আর শেষ ম্যাচে ২০০ রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ২৩ অক্টোবর   ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top