কয়েক দশকের মধ্যে শ্রীলংকা সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট পার করছে। সংকট সমাধানের লক্ষ্যে দেশটি অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে লোকসানে থাকা রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিবহন সংস্থাটিকে বেসরকারীকরণের পরিকল্পনা করছে। নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে জনগণের উদ্দেশে দেয়া একটি বার্তায় এ তথ্য জানান।
গত সপ্তাহে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দ্বীপরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে বিক্রমাসিংহকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এর আগে দেশজুড়ে তুমুল বিক্ষোভের মুখে গোতাবায়ার ভাই মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
কয়েক মাস ধরে বৈদেশিক মুদ্রার তীব্র ঘাটতির কারণে ওষুধ, জ্বালানি, রান্নার গ্যাস ও খাবারের মতো পণ্য আমদানি করতে হিমশিম খাচ্ছে সরকার। এ অবস্থায় জরুরি এসব পণ্য কিনতে শ্রীলংকানদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। কমে গেছে সরকারের রাজস্ব আয়ও।
বিক্রমাসিংহে বলেন, শ্রীলংকান এয়ারলাইনস ২০২০-২১ অর্থবছরে প্রায় ১২ কোটি ৩০ লাখ ডলার লোকসান গুনেছে। এ নিয়ে ২০২১ সালের মার্চ পর্যন্ত শ্রীলংকান এয়ারলাইনস নামের প্রতিষ্ঠানটির মোট লোকসানের বোঝা ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।
তিনি বলেন, এ অবস্থায় আমরা যদি এয়ারলাইনসটিকে বেসরকারীকরণও করি, তবে আমাদের এ লোকসান বহন করতে হবে। মনে রাখতে হবে, এটি এমন একটি লোকসান, যা দেশের দরিদ্র জনগোষ্ঠীকেও বহন করতে হবে, এমনকি যারা কখনো এ উড়োজাহাজে পা রাখেনি।
সংবাদ সূত্রঃ এপি