দুই দিনের রাষ্ট্রীয় সফরে এই মুহূর্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ভারতে অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে তিনি গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এলাকা গুজরাটে গিয়েছেন। সেখানে তাকে জমকালোভাবে বরণ করে নেওয়া হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, বড় আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়ার জন্য বরিস জনসন ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদিকে। আজ শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘জমকালোভাবে স্বাগত জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের জনগণকে ধন্যবাদ জানাই।’
‘এখানে পৌঁছানোর পর থেকে নিজের ভেতর আমি শচিন টেন্ডুলকারের মতো অনুভূতি পাচ্ছি। সব জায়গায় বিলবোর্ড দেখে নিজেকে অমিতাভ বচ্চনও মনে হচ্ছে,’ যোগ করেন তিনি।