গণমাধ্যমকর্মী আইন পরিমার্জন-পরিবর্তনের কাজ চলছে -তথ্যমন্ত্রী ডঃ হাছান মাহমুদ

গণমাধ্যমকর্মী আইন পরিমার্জন-পরিবর্তনে কাজ চলছে বলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ জানিয়েছেন। তিনি বলেছেন, গণমাধ্যমকর্মী আইনের খসড়া সংসদীয় কমিটিতে গেছে এবং সংসদীয় কমিটি সেটি পরিবর্তন, পরিমার্জন, এমনকি ফেরত পাঠানো সবই করতে পারে, সেই ক্ষমতা কমিটির আছে। একইসঙ্গে এটি পরিবর্তন-পরিমার্জন করার লক্ষ্যেই আমরা কাজ করছি। সুতরাং, সেটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

গত বুধবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, \’তবে সবাই শুধু আইনের অসঙ্গতির কথাগুলো নিয়েই বলছেন, ভালো দিকগুলো নিয়ে কেউ আলোচনা করছেন না।\’

এ সময় প্রধান তথ্য অফিসার শাহেনুর মিয়া, ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব আলোচনায় অংশ নেন।

Scroll to Top