অস্ট্রেলিয়ার এমসিজিতে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

লাতিন আমেরিকার দুই ফুটবল প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল অস্ট্রেলিয়ায় একটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী ১১ জুন ক্রিকেটের তীর্থভূমি খ্যাত মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে (এমসিজি) দুই দল মুখোমুখি হবে।

ব্রাজিল-আর্জেন্টিনা সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত সেপ্টেম্বরে, সাও পাওলোতে। কিন্তু সেই ম্যাচ শুরুর মাত্র কয়েক মিনিটের মধ্যে মাঠে ঢুকে পড়েন ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

চার আর্জেন্টাইন খেলোয়াড় করোনাভাইরাস কোয়ারেন্টিন নিয়ম ভঙ্গ করেছেন দাবি করেন তারা। যার ফলে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। তবে দুই দলের কর্মকর্তারা এবার আশা করছেন, মেলবোর্নে হতে যাওয়া ম্যাচটি যথাযথভাবে শেষ করার।

ইতোমধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনা বাছাইপর্ব পেরিয়ে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে। তবে দু’দলের পরিত্যক্ত ম্যাচটি আর মাঠে গড়ায়নি।

গত বুধবার ভিক্টোারিয়া রাজ্য সরকার নিশ্চিত করেন, ব্রাজিল-আর্জেন্টিনার ‘সুপারক্লাসিকো’ হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। পাঁচ বছর পর এমসিজিতে দক্ষিণ আমেরিকান দুই ফুটবল জায়ান্টের প্রীতি ম্যাচটি দেখতে পারবে ৯৫ হাজার দর্শক।

এই ম্যাচে খেলতে পারেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই ম্যাচ খেলবে দুই দল। ২১ নভেম্বর থেকে কাতারে শুরু হবে বিশ্বকাপ।

Scroll to Top