ইউক্রেনীয় সৈন্যরা ইউক্রেন সীমান্ত লাগোয়া রাশিয়ার একটি গ্রামে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। গতকাল মঙ্গলবার ইউক্রেনের সৈন্যদের ওই হামলায় রাশিয়ার অন্তত তিন নাগরিক আহত হয়েছেন।
তবে এই হামলার বিস্তারিত বা কারা দায়ী তা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি বলে রয়টার্স জানিয়েছে। এছাড়া ইউক্রেনের কর্মকর্তাদের পক্ষ থেকে হামলার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানা যায়নি।
রাশিয়ার বেলগোরোড প্রদেশের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাদকোভ বলেছেন, হামলায় তিনজন আহত হয়েছেন। ইতিমধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। দু’জন নারী দক্ষ চিকিৎসকের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি আছেন। আহতদের শরীরের জখম মাঝারি মাত্রার।
তিনি বলেন, ইউক্রেনের সৈন্যদের হামলায় ৩০টিরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে সেখানে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ পুনরায় চালু হবে।
চলতি মাসের শুরুর দিকে বেলগোরোড প্রদেশের একটি জ্বালানির গুদামের পাশাপাশি কয়েকটি গ্রামে গোলাবর্ষণ, অস্ত্রাগারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং হেলিকপ্টার থেকে ইউক্রেন হামলা চালিয়েছে বলে অভিযোগ করে রাশিয়া। যদিও কিয়েভ এই হামলার অভিযোগ অস্বীকার করেছে।
সংবাদ সূত্রঃ রয়টার্স