রুশ পতাকাবাহী তেল ট্যাংকার জব্দ করেছে গ্রিস

ইভিয়ার দক্ষিণ উপকূল থেকে গ্রিস কর্তৃপক্ষ একটি রুশ তেল ট্যাংকার জব্দ করেছে। দেশটির সমুদ্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মঙ্গলবার সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রিসের ওই কর্মকর্তা বলেন, ১৯ জন রাশিয়ান ক্রু সদস্যসহ রুশ পতাকাবাহী তেল ট্যাংকার পেগাস জব্দ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ নিষেধাজ্ঞার অংশ হিসেবে গ্রিস এই পদক্ষেপ নিয়েছে।

কর্তৃপক্ষ বলছে, জাহাজটি আটক করা হলেও তেলের কার্গো জব্দ করা হয়নি। কর্তৃপক্ষ এর বেশি তথ্য জানায়নি।

পটভূমি: চলতি মাসের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের ঘোষিত নিষেধাজ্ঞা প্যাকেজে ইইউ সদস্যভুক্ত ২৭ দেশের বন্দরে রাশিয়ান জাহাজ প্রবেশ নিষিদ্ধ করা হয়। তবে জ্বালানি, খাদ্য এবং অন্যান্য মানবিক সহায়তা বহনকারী জাহাজগুলো নিষেধাজ্ঞা আওতার বাইরে রাখা হয়।

সংবাদ সূত্রঃ সিএনএন

Scroll to Top