বিএনপি দুদকে গেছে নাটক করতে : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বিএনপি নাটক করতেই দুর্নীতি দমন কমিশনে (দুদক) গেছে বলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ মন্তব্য করেছেন। সরকারের দুর্নীতির তদন্ত দাবি করে দুদকে বিএনপির চিঠি দেওয়ার প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।

গতকাল সোমবার (১১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নরা দুর্নীতি নিয়ে কথা বললে হাস্যরসের সৃষ্টি হয়। বিএনপি আসলে নাটক করতে দুদকে গেছে।

তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, টেলিভিশনে দেখলাম আলাল-দুলালরা দুদকে গেছেন। দুদক তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে হাওয়া ভবনের মাধ্যমে লুটপাটের তথ্য এবং তারা কীভাবে দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, তা জানতে পারবে।

মুন্সীগঞ্জের শিক্ষক হৃদয় মণ্ডল আটক হওয়ার বিষয়টি দুঃখজনক ও অনভিপ্রেত মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, তিনি জামিনে মুক্তির পর বলেছেন-তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আমিও মনে করি, এর পেছনে কারও হাত থাকতে পারে।

অনুষ্ঠানে সাংবাদিক সৈয়দ বদরুল আহসানের হাতে পিআইবি- সোহেল সামাদ পুরস্কার ২০২০ সম্মাননা স্মারক, অভিজ্ঞানপত্র ও চেক তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

প্রসঙ্গত, সোমবার (১১ এপ্রিল) দুপুরে সরকারের দুর্নীতির অভিযোগ জমা দিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) যায় বিএনপির প্রতিনিধি দল। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রতিনিধি দলের নেতৃত্বে দেন।

Scroll to Top