নিত্যপণ্যের নাভিশ্বাসের মধ্যেই রমজানে নতুন ভোগান্তির নাম গ্যাস। আছে খাবার কিন্তু হয়নি রান্না, আছে খাবার তৈরির সবকিছুই, তবে নেই শুধু গ্যাস। রাজধানীর বিভিন্ন এলাকায় জ্বলছে না চুলা। কোথাও গ্যাসের হালকা চাপ থাকলেও সামান্য রান্নায় লেগে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।
রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের এক বাসিন্দা চুলায় রান্না চাপিয়েছেন ঘণ্টা চারেক আগে। কিন্তু রান্না শেষ করাতো দূরের কথা ঠিকমতো সেদ্ধই হয়নি ছোলা। রমজানের প্রথম দিনও একই পরিস্থিতি পার করতে হয়েছে তাকে। তিনি বলেন, তিন ঘণ্টায়ও ছোলা সেদ্ধ হয়নি। কখন হবে, তা বলতে পারি না।
একই বাড়ির আরেক বাসিন্দার কষ্ট যেন আরও বেশি। নিজেরা রোজা রাখলেও গ্যাস সংকটে ঘরের শিশুরা এক প্রকার অভুক্ত। তাই গ্যাসের দিকে না তাকিয়ে মাটির চুলায় রান্নার চেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, আমাদের ছোট ছোট দুইটা বাচ্চা আছে। গতকাল সকাল ৯টায় যে গ্যাস গিয়েছে, এখনও আসেনি।
রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, বসিলা, ধানমন্ডি, শ্যামলী, বনশ্রী, এলিফ্যান্ট রোডসহ এখনও অনেক জায়গায় স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ। এতে পরিবারের সদস্যদের নিয়ে মহাসংকটে কাটাচ্ছেন অনেকেই।
ভুক্তভোগীরা বলছেন, প্রথম রোজায় ইফতারির উপকরণ সব গুছিয়ে রেখেছিলাম। কিন্তু গ্যাসের অভাবে ইফতার সামগ্রি তৈরি করা সম্ভব হয়নি। দ্বিতীয় দিনেও একই অবস্থা।
কোনো পূর্বনোটিশ না দিয়ে রমজানের শুরুতেই গ্যাসের এমন সংকট তৈরির জন্য কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে দ্রুত সমস্যার সমাধান চান নগরবাসী।
তারা বলেন, গ্যাসের দাম বাড়ানো হলো। কিন্তু সরবরাহ তো ঠিক মতো পাচ্ছি না। গ্যাসের পাশাপাশি কিছু এলাকায় বিদ্যুৎ নিয়েও নাজেহাল অবস্থা পার করছেন ঢাকাবাসী।