সাদা বলের সিরিজ জয়ের পর এবার বাংলাদেশ লাল বলে দক্ষিণ আফ্রিকাকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে। ডারবানে সিরিজের প্রথম টেস্টে টস জিতে বাংলাদেশ ব্যাটিংয়ে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দলে পেটে ব্যথার কারণে নেই ওপেনার তামিম ইকবাল। বাঁ-হাতি ওপেনার একজন ডাক্তারের তত্ত্বাবধানে হোটেলে আছেন। এদিকে, শরিফুল ইসলামও সামান্য অসুবিধার কারণে বাইরে রয়েছেন এবং বিশ্রামে রয়েছেন।
আজ টস করতে নেমে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। দেশের সপ্তম ক্রিকেটার হিসেবে টেস্টের সাদা পোশাকে ৫০তম ম্যাচ খেলতে নেমেছেন তিনি।
এদিকে দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা ডারবানে নিজের ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলছেন। আফ্রিকার ২৪তম খেলোয়াড় হিসেবে এই মাইলফলকে পা রাখলেন তিনি।
ইতিহাস জানাচ্ছে-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২ ম্যাচ খেলে জয়ের কোনো রেকর্ড নেই বাংলাদেশের। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার মাঠেও অভিজ্ঞতা বেশ তিক্ত। বাংলাদেশ ছয় ম্যাচ খেলেছে দেশটিতে আর প্রত্যেকটিতেই হেরেছে বড় ব্যবধানে। আর বাকি পাঁচ ম্যাচ ছিলো ইনিংস ব্যবধানে হার। একটিতে ৩৩৩ রানের পরাজয়। প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের মাঠে বাংলাদেশ ৬ টেস্ট খেলে দুটি ম্যাচে ড্র করেছে।
এর আগে ওয়ানডে সিরিজের মিশন শেষ। দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। রঙিন পোশাকের লড়াই শেষে এবার বাংলাদেশের সামনে লাল বলের ক্রিকেটের লড়াই।