\’রাশিয়াকে ধ্বংসের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র\’ দিমিত্রি মেদভেদেভ

রাশিয়াকে অপমান, বিভক্ত ও ধ্বংসের চেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন শীর্ষ সহকারী এই মন্তব্য করেছেন।

দিমিত্রি মেদভেদেভ যিনি রাশিয়ার ২০০৮- ২০১২ সাল পর্যন্ত প্রেসিডেন্টের পদে ছিলেন, বর্তমানে দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন। তিনি বলেন, এমন পরিকল্পনা যদি কখনো সফল হয় তা বিশ্বের জন্য বিপর্যয়কর হবে।

তবে তিনি বলেন, রাশিয়া এমনটি কখনোই হতে দেবে না। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) পর্যন্ত টানা ২৯ দিনের মতো দেশ দুইটির মধ্যে চলছে চরম লড়াই। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

সংবাদ সূত্রঃ আল জাজিরা

Scroll to Top