দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ

দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে বাংলাদেশ জয়ের ধারা অব্যাহত রেখেছে। আজ রবিবার (২০ মার্চ) শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে গ্রুপ ‘এ’ তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে পাঁচটি লোনাসহ ৫৬-২১ পয়েন্টে হারিয়েছে তুহিন তরফদার-আরদুজ্জমানরা।

প্রথমার্ধ্বে দু’টি লোনাসহ ২৬-১৪ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন স্বাগতিক দলের রাজিব আহমদে।

প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে ‘ম্যাচ সেরা’ হওয়ার প্রতিক্রিয়ায় রাজীব সংবাদমাধ্যমকে বলেছেন, ‌‘‌আমার কাছে খুবই ভালো লাগছে। জীবনে প্রথমবার ম্যাচসেরার পুরস্কার পেলাম। ধন্যবাদ জানাই কাবাডি ফেডারেশনকে এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য। এটা যদি প্রতি বছর হয় তাহলে এশিয়ান গেমসসহ বড় বড় আসরে আমরা আরও ভালো পারফরম্যান্স করতে পারবো।\’

বাংলাদেশের টানা দ্বিতীয় জয়ের বিপরীতে মালয়েশিয়ার এটা দ্বিতীয় হার। নিজেদের প্রথম ম্যাচে গতকাল শনিবার ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারায় বাংলাদেশ। আর শ্রীলংকার কাছে ৫৩-২৬ পয়েন্টে হেরেছে মালয়েশিয়া। আগামীকাল সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

Scroll to Top