ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা শুটিং করতে গিয়ে বানরের আক্রমণের শিকার হলেন। আসন্ন ঈদ উল ফিতরের জন্য নির্মিত হচ্ছিল ‘নিখোঁজ সংবাদ’ শিরোনামের একটি বিশেষ নাটক। নাটকটিতে বানর নিয়ে শুটিং করার সময় ঘটে এ ঘটনা। পরে শুটিং বন্ধ করে তমা মির্জাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়, এখন তিনি শঙ্কামুক্ত।
ঘটনাটির বর্ণনা দিতে গিয়ে তমা মির্জা বলেন, ‘আজ দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় বানরের খেলা দেখানোর একটি দৃশ্যধারণ করতে গিয়ে বানর নিয়ে শুটিং করছিলাম। তখন আমি পুরোপুরি চরিত্রের মধ্যে ছিলাম। শটের এক্সপ্রেশন দিচ্ছিলাম, হঠাৎ বানরটি আমাকে কামড়ে দেয়। বানরটি আমাকে এমনভাবে কামড়েছে যে কিছুতেই ছাড়ানো যাচ্ছিল না। অনেকক্ষণ পরে বানরের মালিক অনেক কৌশলে তাকে ছাড়িয়ে নেয়।’
‘এতে বেশ রক্তক্ষরণ হয়েছে। এ ঘটনার পর পাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমাকে। পরে জানলাম, বয়স কম আর ভালো ট্রেনিং না করানোয় এমনটা করেছে বানরটা’ বলেও এই অভিনেত্রী জানান। তমা মির্জা আরও বলেন, ‘ডাক্তার হাতে ব্যান্ডেজ করে দিয়েছেন আর কিছু ওষুধ দিয়েছেন। বলেছেন চিন্তার কোনো কারণ নেই। বানর কামড়ালে কোনো সমস্যা হয় না। তবে এখনো জ্বালাপোড়া ও ব্যথা অনুভব করছি।’